• This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

Tuesday, 29 March 2016

ওষুধ প্রতিরোধী যক্ষ্মা নিরাময়ে হলুদ কার্যকর


প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে রান্নায় হলুদ ব্যবহার হয়। ঔষধি গুণের কারণে মসলাজাতীয় এ পণ্যের ব্যবহার বহুমুখী। বিশেষত প্রদাহনাশক হিসেবে এর কার্যকারিতা অব্যর্থ; ব্যবহার হয় রূপচর্চায়ও। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ও
ষুধ প্রতিরোধী যক্ষ্মা নিরাময়ে হলুদ বেশ কার্যকর। খবর সায়েন্স ডেইলি।
হলুদের এ গুণের তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণাপত্রে। সম্প্রতি বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে এ-বিষয়ক গবেষণাপত্রটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, ভারতে প্রায় সব খাবারে হলুদ ব্যবহার করা হয় এবং ধারণা করা হয়, এতে প্রদাহনাশক, অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সারবিনাশী বৈশিষ্ট্য রয়েছে। তবে নতুন গবেষণায় দেখা গেছে, হলুদের কারকিউমিন উপাদান ওষুধ প্রতিরোধী যক্ষ্মা মোকাবেলায় সাহায্য করে।
বিশ্ববিদ্যালয়টির গবেষকরা দেখেছেন, কারকিউমিন মানবদেহের প্রতিরোধ কোষ (ম্যাক্রোফেজেস) উদ্দীপ্ত করে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসকে সফলভাবে সরিয়ে দেয়। এটিই মূলত যক্ষ্মার জন্য দায়ী।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রক্রিয়াটি নির্ভর করে সেলুলার অণুর কার্যকারিতার ওপর, যা ফ্যাক্টর কাপ্পা বি নামে পরিচিত। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের বিরুদ্ধে কারকিউমিনের কার্যকারিতা চিকিত্সায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এটি ওষুধ প্রতিরোধী যক্ষ্মার ক্ষেত্রেও কার্যকর হবে।
গবেষণা দলের প্রধান ড. জিউয়ান বাও বলেন, ‘গবেষণায় দেখা গেছে, কারকিউমিন মানবদেহে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের ক্ষত প্রতিরোধ করে। কারকিউমিনের প্রতিরক্ষামূলক ভূমিকা নিয়ে আরো গবেষণা প্রয়োজন। ওষুধ প্রতিরোধী যক্ষ্মার ক্ষেত্রে এটি অব্যর্থ দাওয়াই হিসেবে উঠে আসতে পারে।’

Monday, 28 March 2016

বছরের শেষদিকে মূল্য পুনরুদ্ধারের সম্ভাবনা

চলতি বছরের শেষদিকে ডেইরি পণ্যের বাজারদর পুনরুদ্ধারের সম্ভাবনার কথা জানিয়েছে ফন্টেরা। তবে এর আগে পণ্যগুলোর উৎপাদক খামারিদের অব্যাহত দরপতনে সৃষ্ট চাপ সামলাতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কারণ এতে খামার থেকে ডেইরি পণ্যের সংগ্রহ মূল্য (ফার্মগেট প্রাইস) ও সমবায় লভ্যাংশ পরিশোধের হার অনেক কমে যাবে। খবর এগ্রিমানি।
নিউজিল্যান্ডভিত্তিক দুধ ও দুগ্ধজাত পণ্য রফতানিকারক প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতার কারণে বছরের অধিকাংশ সময় পণ্যগুলোর বাজার মন্দা যাবে। বিশেষ করে চীনে পণ্যগুলোর আমদানি চাহিদা কমে আসায় বিশ্বব্যাপী ডেইরি পণ্যের বাজারমূল্যে ব্যাপক অস্থিতিশীলতার সম্ভাবনা রয়েছে। তবে বছরের শেষদিকে দেশটিতে পণ্যগুলোর আমদানি বৃদ্ধি ও ইউরোপে উৎপাদন হ্রাস পাওয়ার কারণে এ মন্দা ও অস্থিতিশীলতা কাটিয়ে বাজার চাঙ্গা হয়ে উঠবে।
বৈশ্বিক ডেইরি পণ্য রফতানিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী থিও স্পিয়ারিংস জানান, ইউরোপের দেশগুলোয় উৎপাদন বৃদ্ধির বিপরীতে শীর্ষ ব্যবহারকারী দেশ চীন ও রাশিয়ায় পণ্যগুলোর আমদানি হ্রাস পেয়েছে ব্যাপক হারে। ফলে ১৮ মাস ধরে ভারসাম্যহীনতায় রয়েছে পণ্যগুলোর বাজার।
স্পিয়ারিংস আরো জানান, এ ভারসাম্যহীনতারই প্রতিফলন দেখা গেছে ফন্টেরার সর্বশেষ গ্লোবাল ডেইরি ট্রেড (জিডিটি) নিলামে। এতে পণ্যগুলোর গড় মূল্য নেমে আসে আট মাসে সর্বনিম্নে। ডেইরি পণ্যের এ বাজার নিম্নমুখিতা স্বল্প মেয়াদে বজায় থাকবে আরো কিছুদিন।
চলতি বছরের শেষদিকে বৈশ্বিক ডেইরি পণ্যের বাজার  চাঙ্গা হয়ে ওঠার বিষয়ে সংশ্লিষ্টদের তুলনায় বেশ আত্মবিশ্বাসী স্পিয়ারিংস। এর আগে গত মাসে আয়ারল্যান্ডভিত্তিক কেরি গ্রুপের প্রধান স্ট্যান ম্যাকার্থি বলেছিলেন, কোনো বিশ্লেষক বা সংশ্লিষ্ট কেউ যদি চলতি বছর পণ্যগুলোর বাজার ঊর্ধ্বমুখী হয়ে ওঠার পূর্বাভাস দেয়, তাহলে তিনি অবাক হবেন।
বছরের শেষ নাগাদ চীনে পণ্যগুলোর আমদানি বাড়ার কারণেই দাম বাড়বে বলে মনে করছেন স্পিয়ারিংস। তিনি জানান, ধারাবাহিকভাবে ব্যবহার বাড়ার কারণেই দেশটির ডেইরি পণ্যের আমদানি বাড়বে। এর মধ্যে ৪-৫ শতাংশ বেড়ে ননিযুক্ত গুঁড়ো দুধের (ডব্লিউএমপি) বার্ষিক ব্যবহারিক প্রবৃদ্ধি স্থিতিশীল হয়ে উঠবে।
একই সঙ্গে এ সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অঞ্চলের উৎপাদনের গতি অনেকাংশেই শ্লথ হয়ে আসবে। গত বছর কোটাপ্রথা প্রত্যাহার করে নেয়ায় আঞ্চলিক জোটটির আওতাভুক্ত দেশগুলো থেকে এ সময়ের মধ্যে শুধু তরল দুধেরই সরবরাহ বেড়েছে ১০০ কোটি লিটারের বেশি।
ফন্টেরার পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শেষে স্বাভাবিক ধারায় ফেরার পর ইইউর বার্ষিক উৎপাদন প্রবৃদ্ধির হার দাঁড়াবে ১ শতাংশে।
অন্যদিকে ইউরোপীয় কমিশনের (ইসি) এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর ইইউ অঞ্চলে ডেইরি পণ্যের উৎপাদন প্রবৃদ্ধি দাঁড়াবে ১ দশমিক ৪ শতাংশে। গত বছর এ অঞ্চলের উৎপাদন প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৩ শতাংশ। এর বিপরীতে উৎপাদনের গতি আরো শ্লথ হয়ে ২০১৭ সালে এ প্রবৃদ্ধি নেমে আসবে দশমিক ৭ শতাংশে।
ফন্টেরা আরো জানায়, সামনের দিনগুলোয় ডেইরি পণ্যের বাজার প্রভাবকগুলো আরো অনুকূল হয়ে উঠতে পারে। ফলে ২০২০ সালের মধ্যে বৈশ্বিক ডেইরি পণ্যের বাজার বর্তমানের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ সম্প্রসারণ হয়ে দাঁড়াবে বার্ষিক ৪৬ হাজার ৫০০ কোটি লিটারে। এর আগে ২০১৪ সালে তা দাঁড়িয়েছিল ৪০ হাজার ৬০০ কোটি লিটারে, যা বিশ্বব্যাপী এক বছরে দুধ ও দুগ্ধজাত পণ্যের মোট কেনাবেচা হওয়া পরিমাণের হিসাবে সর্বোচ্চ।
বিশ্বব্যাপী ডেইরি পণ্যের ব্যাপক বাজার সম্প্রসারণের কারণ হিসেবে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধি, আফ্রিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি, এশিয়ায় মধ্যবিত্ত শ্রেণীর সম্প্রসারণ এবং বিশ্ববাজারে ইরানের প্রত্যাবর্তনের কথা জানিয়েছে ফন্টেরা।
অন্যদিকে ২০২০ সালের মধ্যে বিশ্বব্যাপী ডেইরি পণ্যের আমদানি-রফতানি ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়াবে ৯ হাজার ১০০ কোটি লিটারে। ২০১৪ সালে এ পরিমাণ ছিল ৬ হাজার ৬০০ কোটি লিটার।
বাজারের বর্তমান মন্দা পরিস্থিতিতে খামারিদের যথোপযুক্ত ফার্মগেট প্রাইস পরিশোধ করা ডেইরি প্রতিষ্ঠানগুলোর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ফন্টেরা। এর পরও নিজস্ব ছয় মাস পর পর (এপ্রিল ও অক্টোবর) সমবায় লভ্যাংশ পরিশোধের নীতিতে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

Sunday, 20 March 2016

তাসকিন খেলতে পারবে : বিসিবি সভাপতি

বাংলাদেশের গতিদানব খ্যাত তাসকিন আহমেদের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার দুপুরে গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, তার মতে তাসকিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে কোনো সমস্যা নেই।
বিসিবি সভাপতি বলেন, বোর্ডের সভায় তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি তারা (আইসিসি) বিষয়টি পুনর্বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত দেবেন। তিনি বলেন, আইসিসির রিপোর্টে বলা আছে- তাসকিনের কিছু অ্যাকশনে সমস্যা রয়েছে। তার স্টক ডেলিভারি ও ইয়র্কারে কোনো সমস্যা নেই। তাই আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে তাসকিনের সমস্যা নেই। নির্দিষ্ট কিছু ডেলিভারি না দিলেই হলো। এ ব্যাপারে আমরা আইসিসির কাছে আনুষ্ঠানিক আবেদন করবো।
তাসকিনের বিষয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, এরইমধ্যে একটি টেকনিক্যাল কমিটি তাসকিনের বিষয়ে কাজ শুরু করছে। তারা সব কাগজপত্র নিয়ে আইসিসির কাছে জমা দেবে। আমার বিশ্বাস আইসিসি তাসকিনের বিষয়টি পুনর্বিবেচনা করবে। ঘরোয়া ক্রিকেটে সব বোলারদের অ্যাকশন পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
এদিকে পুনর্বিবেচনার আবেদন গৃহীত না হলে বিসিবি আইনি পদক্ষেপের চিন্তা-ভাবনা করছে বলেও জানিয়েছে সূত্র।
সূত্র : বাংলাদেশের খেলা
খেলতে পারবেন তাসকিন !
খেলতে পারবেন তাসকিন !
খেলতে পারবেন তাসকিন !

অস্ট্রেলিয়ার সাথে খেলার আগেই তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বিসিবি।


বেঙ্গালুরুতে আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই তাসকিন আহমেদকে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে জোর তৎপরতা চালানো হচ্ছে বলে বিশেষ সূত্রে জানা গেছে।
গত দুই দিন ধরেই বিসিবি সভাপতি নাজমুল হাসান যোগাযোগ রক্ষা করে চলেছেন আইসিসির শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে। বোর্ড সভাপতি তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা বলেছেন আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর, প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন ও সংস্থার প্রধান আইন কর্মকর্তার সঙ্গে।
এদিকে তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করণীয় ঠিক করতে আজ রোববার সকালে বিসিবি সভাপতি নাজমুল হাসানের গুলশানের বাসায় এক বৈঠকে বসেছিলেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। আইনজীবীদের পরামর্শে এই বৈঠকেই তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার আবেদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আবেদন তো করা হবেই, বিসিবির চাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার।
সুত্রঃ প্রথম আলো

না ফেরার দেশে চলে গেলেন চিত্রনায়িকা দিতি।

73858_1
ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে না ফেরার দেশে চলে গেলেন নন্দিত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি।
রোববার বিকাল ৪টা ৫ মিনিটে গুলশানের ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

Saturday, 19 March 2016

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা

বিএনপির জাতীয় কাউন্সিল সামনে রেখে গঠনতন্ত্র সংশোধনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থায়ী কমিটির ‘জরুরি’ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন দলটির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম।
তিনি বলেন, বিএনপির কাউন্সিলের বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে চেয়ারপারসন এই বৈঠক ডেকেছেন।
আগামী ১৯ মার্চ শনিবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উদ্বোধন করার কথা খালেদা জিয়ার।
কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদের দায়িত্ব সুনির্দিষ্টকরণ, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ বেশ কিছু পদের সংখ্যা বৃদ্ধি, দলের উপদেষ্টামণ্ডলী গঠনসহ বেশ কিছু সাংগঠনিক পদ সৃষ্টির জন্য গঠনতন্ত্রে সংশোধন প্রস্তাবের খসড়া চূড়ান্ত করছে গঠনতন্ত্র সংশোধনী উপ-কমিটি।
ওইসব প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে বলে নীতি নির্ধারক একাধিক সদস্য জানিয়েছেন।

সৌদি আরবের কাছে ব্রিটিশ অস্ত্র বিক্রি: বিক্ষোভ করল অ্যামনেস্টি

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করার জন্য ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, ব্রিটিশ অস্ত্র দিয়ে সৌদি সরকার ইয়েমেনের বেসামরিক জনগণকে হত্যা করছে। লন্ডনের ডাউনিং স্ট্রিটে শুক্রবার অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেয়া লোকজন নকল ক্ষেপণাস্ত্র নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতীকি প্রতিবাদ করে।খবর-রেতে।
অ্যামনেস্টির হিসাব মতে- গত বছর ব্রিটিশ সরকার সৌদি আরবের কাছে ২,৪০০ ক্ষেপণাস্ত্র ও ৫৮টি যুদ্ধবিমান বিক্রি করেছে। এর ফলে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধে লিপ্ত থাকা সহজ হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ব্রিটেনের পরিচালক কেট অ্যালেন বলেন, “আমরা যতটা পারছি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে ব্রিটিশ সরকারের মনযোগ আকর্ষণের চেষ্টা করছি এবং আমরা বেশ ভালোভাবেই জানি যে, ইয়েমেনে কী হচ্ছে এবং যুদ্ধের নামে সৌদি আরব ইয়েমেনের কোথায় হামলা চালাচ্ছে।”
গত বছরের মার্চ মাস থেকে সৌদি আরব ইয়েমেনে বর্বর আগ্রাসন শুরু করেছে এবং এ পর্যন্ত সাড়ে আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। কিন্তু যে লক্ষ্য নিয়ে হামলা শুরু করেছিল তা অর্জন করতে পারে নি সৌদি সরকার।

বিশ্বশান্তি রক্ষায় ভূমিকা রাখবে ৩ যুদ্ধজাহাজ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের বিশাল জলসীমার সুরক্ষায় নৌবাহিনীর আভিযানিক সক্ষমতা বাড়াতে নৌবহরে সংযোজিত হলো নতুন তিনটি আধুনিক যুদ্ধজাহাজ। এই জাহাজ দেশের সম্পদ ও বিশ্বশান্তি রক্ষায় ভূমিকা রাখবে।
আজ শনিবার জাহাজগুলো কমিশনিং অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, নৌবাহিনীতে নতুন যুদ্ধজাহাজ যুক্ত হওয়ায় এই বাহিনী আরো একধাপ এগিয়ে গেল। এই জাহাজের প্রয়োজন কেবলই নৌবাহিনীর জন্য নয়, সমগ্র দেশের জাতির জন্যই এটি প্রয়োজন।
তিনি বলেন, আমরা নৌবাহিনীকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে চাই। এজন্য যেসব পদক্ষেপ নেয়া দরকার তা আমরা নিচ্ছি। আমরা চাই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের হোক।
নতুন যুক্ত হওয়া তিনটি যুদ্ধজাহাজের মধ্যে বানৌজা ‘সমদ্র অভিযান’ যুক্তরাষ্ট্র থেকে এবং বানৌজা ‘স্বাধীনতা ও ‘প্রত্যয়’ চীন থেকে আনা হয়েছে।
বানৌজা ‘সমুদ্র অভিযান’ ঘণ্টায় প্রায় ২৯ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে। আর বানৌজা ‘স্বাধীনতা ও ‘প্রত্যয়’ নামের আধুনিক ক্ষমতা সম্পন্ন জাহাজ দুটি বিমান বিধ্বংসী কামান, জাহাজ বিধ্বংসী মিসাইল এবং সমুদ্র তলদেশের টার্গেটে আঘাত হানতে সক্ষম।

বগুড়ায় বর্ণমালা গণ গ্রন্থাগার এর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উৎযাপন

বর্ণমালা গণ গ্রন্থাগার বগুড়া জেলায় বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ডে (ঘুনিয়াতলা) এই প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের পাশাপাশি সমগ্র জেলার শিক্ষা বিস্তার ও সমাজ সচেতনতা মূলক কাজ করছে। এছাড়াও বিভিন্ন জাতীয় ও সামাজিক কর্যক্রমে অংশ গ্রহণ করে আসছে। বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে- সকালে বর্ণমালা গণ গ্রন্থাগার প্রাঙ্গণে কেক কাটার মাধ্যমে বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৯৭ তম জন্মদিন উৎযাপন করা হয়। এরপর আলোচনা সভা, আবৃত্তি, শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিয়োগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ণমালা গণ গ্রন্থাগারের উপদেষ্টা ও আশা সেনেটারির স্বত্তাধিকারী আলহাজ্ব মো: মিজানুর রহমান রাশেদ এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: নূরুন্নবি সরকার এছাড়াও উপস্থিত ছিলেন সরকারী শাহ সুলতান কলেজ ছাত্রলীগ সভাপতি বিশ্বজিৎ কুমার জয়, সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি, সহ-সভাপতি আরমান সরকার লিখন, ছাত্রলীগ নেতা শামিম রেজা, ঘুুনিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহফুজার রহমান, সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব মো: নওশের আলী সরকার, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (সোনাতলা শাখা) কর্মকর্তা মো: আব্দুস সোবহান , কবি মনঞ্জুর মুনা, মনিরুল ইসলাম মনির, বর্ণমালা গণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাওন সহ এলাকার সকল গণমান্য ব্যক্তি।

Thursday, 17 March 2016

৩৩তম বিসিএস: শিক্ষা কর্মকর্তা হলেন ২৮ জন

PSC+Building
তেত্রিশতম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি, তাদের মধ্য থেকে ২৮ জনকে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার তাদের এক মাসের মধ্যে যোগ দিতে বলে আদেশ জারি করেছে। আদেশ বলা হয়েছে, ৩৩তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণদের মধ্যে যারা প্রথম শ্রেণির নন-ক্যাডারে পদে সুপারিশকৃত নয়, এমন প্রার্থীদের মধ্যে ৬১ জনকে দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগে সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই ৬১ জনের মধ্যে ২৮ জন নিয়োগের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করায় তাদের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলো। নিয়োগপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণির এসব কর্মকর্তা চাকরির শুরুতে অষ্টম বেতন কাঠামো অনুযায়ী দশম গ্রেডে বেতন পাবেন। নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগ দিয়ে দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এই সময়ে অযোগ্য বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাদের চাকরি থেকে অপসারণ করা যাবে। শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে বিধি মোতাবেক তারা চাকরিতে স্থায়ী হবেন বলে আদেশে বলা হয়েছে। বাংলাদেশের নাগরিক নয় এমন ব্যক্তিকে বিয়ে করলে বা বিয়ে করার অঙ্গীকারাবদ্ধ হলে তার নিয়োগ বাতিল হবে। আদেশে বলা হয়, প্রার্থীকে আগামী এক মাসের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগ দিতে হবে। এসময়ের মধ্যে কেউ যোগ না দিলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে। ৩৩তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ১৫ হাজার ৯৯১ জন উত্তীর্ণ হয়। এদের মধ্য থেকে ৮ হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে পিএসসি। গত ৩১তম বিসিএস থেকে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দিচ্ছে পিএসসি। বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পায়নি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদে নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার। কোনো বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ শেষ করার পর দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দেওয়া হচ্ছে। বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পায়নি তাদের মধ্য থেকে যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে চান তাদেরকে আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়েছিল। সূত্র বাংলানিউজ

বিএনপির কাউন্সিলে শেখ হাসিনাকে আমন্ত্রণ

দলের ষষ্ঠ কাউন্সিলে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। বুধবার এই আমন্ত্রণপত্র ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি। শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও বৈরী রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির কাউন্সিলের আমন্ত্রণপত্র পেয়েছেন। বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বলেন, “বিকাল ৫টার দিকে আমরা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবকে আমাদের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানোর কার্ড পৌঁছে দিয়েছি।” বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এই আমন্ত্রণপত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় বিভাগীয় উপকমিটির সহ সম্পাদক সৈয়দ আউয়াল শামীম ও মাসুদুল হাসানের হাতে দেওয়া হয় বলে জনি জানান। বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কার্ড দুটি দিয়ে আসেন। জনির পাশাপাশি সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহীন ও যুবদলের সহসভাপতি সেলিমুজ্জামান সেলিম প্রতিনিধি দলে ছিলেন। আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিলের উদ্বোধন হবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে। সকাল ১০টায় কাউন্সিল উদ্বোধন করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ‘দুর্নীতি, দুঃশাসন হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ’- এই স্লোগান নিয়ে আগামী ১৯ মার্চ দলের ষষ্ঠ কাউন্সিল করতে যাচ্ছে বিএনপি।